মনিরুল হক, কোচবিহারঃ উত্তরবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদাহ। এই দাবদাহ থেকে একটু রেহাই দিতে চালক ও কন্ডাক্টরদের ঠাণ্ডা জল ও গ্লুকোজ তুলে দিল উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান। আজ সকালে কোচবিহার এনবিএসটিসি বাস স্ট্যান্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থার পক্ষ থেকে কর্মীদের হাতে জল গ্লুকোজ দেওয়া হয়।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, সংস্থার এমডি, থেকে শুরু করে সকল আধিকারিকেরা। এই তাপ প্রবাহ থেকে কিছুটা রেহাই পেতে উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চালক ও কন্ট্রাক্টরদের হাতে জলের বোতল ও গ্লুকোজ তুলে দিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
এই কর্মসূচী উপলক্ষে সংস্থার এক কর্মী বলেন, তারা উৎসাহিত এবং খুশি। তারা আরও বলেন, দায়িত্ব তো পালন করতেই হবে, কিন্তু সংস্থা পক্ষ থেকে যে মানবিক দৃষ্টি ভঙ্গীতে তাদের কথা ভাবা হয়েছে, এতে তারা খুবই খুশী।
সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, এই তাপ প্রবাহের মধ্যে যেভাবে কর্মীরা পরিষেবা দিচ্ছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চালক কন্ডাক্টরেরা ও কর্মীদের তাই উৎসাহিত করতে একটু ছোট্ট প্রয়াস সংস্থার তরফ থেকে নেওয়া হয়েছে। প্রতিদিন যতটা সম্ভভ এই গ্লুকোজ, জলের ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি সকল যাত্রীদের জন্য মেজর বাস স্ট্যান্ড গুলিতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, প্রচন্ড দাবদহ চলছে উত্তরবঙ্গ জুড়ে। পাশাপাশি গরমে নাভিশ্বাস ওঠার যোগাড় জেলাবাসীর। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। কোচবিহার সহ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দুই দিনাজপুর সহ জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। গত এক সপ্তাহ জুড়ে মেঘের মধ্যে থেকে সূর্যের প্রখর উকি গোটা কোচবিহারের আকাশটাকে যেন জ্বলন্ত চাতাল করে দিয়েছে। মনে হচ্ছে আকাশ থেকে মাটিতে অগ্নিবান নামছে। আর এই প্রখর তাপে হাঁফিয়ে উঠেছেন ছোট বড় সকলেই। আজ কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
Home রাজ্য উত্তর বাংলা কোচবিহারে তীব্র দাবদাহের মধ্যে কর্মরত বাসচালক ও কন্ট্রাক্টরদের হাতে জল-গ্লুকোজ তুলে দিলেন...