প্রচন্ড গরমে অসুস্থ পড়ুয়ারা,মর্নিং স্কুল করানোর দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে স্মারকলিপি দিল তৃনমূলের শিক্ষক সংগঠন।

0
309

কোচবিহার, ১৬ জুলাইঃ তীব্র দাবদাহের ফলে অসুস্থ হয়ে পড়েছে স্কুলের পড়ুয়ারা। এই আবহে দাঁড়িয়ে জেলার প্রাথমিক ও জুনিয়ার বেসিক স্কুল গুলি মর্নিং স্কুল চালু করার দাবিতে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদে দ্বারস্থ হলেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। এদিন কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে গিয়ে আধিকারিকদের সাথে দেখা করেন এবং ডেপুটেশন দেন তারা। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃনমূল কংগ্রসের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি সুব্রত নাহা সহ অন্যান্য নেতৃত্বরা।
জানা গেছে, কোচবিহার জেলায় তীব্র দাবদাহের ফলে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। সেই কারনে জেলা প্রাথমিক ও জুনিয়ার বেসিক স্কুল সমুহের শিক্ষার্থীদের কথা চিন্তা করে গরমের হাত থেকে রক্ষা পেতে সাময়িক ভাবে মর্নিং স্কুল চালু করার দাবি জানিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে স্মারকলিপি প্রদান করেন তৃনমূলের শিক্ষক সংগঠন।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রসের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি সুব্রত নাহা জানান,