বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রায়গঞ্জে তৃণমূল বিধায়ক তথা পিএসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ কল্যানী।

0
288

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রায়গঞ্জে তৃণমূল বিধায়ক তথা পিএসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ কল্যানী। যদিও দুর্ঘটনার সময় তিনি তার নিজের গাড়িতে ছিলেন না। বেপরোয়া একটি লরি এসে তৃণমূলের বিধায়কের গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে । তাতে গাড়ির অনেকটা অংশ দুমড়ে , মুচড়ে যায়। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে গাজোল থানার ময়না এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ওই বিধায়কের গাড়ির চালক এবং একজন দেহরক্ষী সামান্য আঘাত পান। এই দুর্ঘটনার পর বিধায়কের দেহরক্ষীরা কোনরকমে গাড়ি থেকে বেরিয়ে এসে পিছনে থাকা ঘাতক লরির চালককে হাতেনাতে ধরে ফেলে। পরে খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ। ঘাতক লরি সহ চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়ক কৃষ্ণ কল্যাণী কলকাতা থেকে শিয়ালদহ- আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস ট্রেনে মালদায় নামার কথা ছিল। এই ট্রেনটি মালদায় প্রবেশ করে ভোর ৫টা ৪৫ মিনিটে। মালদা টাউন স্টেশনে বিধায়ককে নিতে তার দেহরক্ষীরা ওই গাড়ি করে যাচ্ছিলেন। সেই সময় গাজোলের ময়না এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি বেপরোয়া লরি পিছন থেকে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় গাড়িতে তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যানী ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে তিনি বেঁচে গিয়েছেন। তবে এই ঘটনার পিছনে বিধায়ককে খুন করার চক্রান্ত রয়েছে বলেও তৃণমূলের একাংশ অভিযোগ করেছেন। যদিও এখনই এব্যাপারে কিছু জানাতে পারে নি পুলিশ। তবে কলকাতা থেকে ফিরে বিধায়ক অন্য গাড়িতে সুষ্ঠুভাবেই রায়গঞ্জ গিয়েছেন।