21 জুলাই শহীদ দিবস, সেই উপলক্ষে প্রস্তুতি সভা গোবিন্দপুর বাজারে।

0
253

আবদুল হাই, বাঁকুড়াঃ সালটা ১৯৯৩। সেই সময়ে তৎকালীন যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি। সেই দাবি নিয়ে তৎকালীন রাজ্যের বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয় কংগ্রেসের তরফে। ২১শে জুলাইয়ের দিনটিতে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামিল হন যুব কংগ্রেস কর্মীরা। অভিযোগ, সেই সময়ে গুলি চালানো হয় তাঁদের মিছিলে। তাতে মৃত্যু হয় ১৩ জনের। তারপর থেকে শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি । ২১ শে জুলাইয়ের সমাবেশকে সফল করতে শনিবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করিশুন্ডা অঞ্চলের গোবিন্দপুর বাজারে বাজারে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, চন্দন কুমার রক্ষিত মোল্লা নাসের আলি, আতাউল হক , নেপাল দে সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।