পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পুলিশের তোলাবাজির জন্য মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের এমনটাই অভিযোগ স্থানীয়দের। রবিবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কুদি- এগরা রাজ্য সড়কের উপরে হোসেনপুরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, লরির পেছনে ধাক্কা মেরে দুই বাইক আরোহী ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে এগরা থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পাশাপাশি ঘন্টাখানেক হোসেনপুরে কুদি- এগরা রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবশেষে এগরা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুলিশের আশ্বাসে স্থানীয়রা পথ অবরোধ তুলে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের খবর, মৃত দুই যুবকের বাড়ি পটাশপুর থানা এলাকায়। পুলিশ মৃত দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, হোসেনপুরে কুদি- এগরা রাজ্য সড়কের উপরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে আকছার। বেপরোয়া গাড়ির গতির বলি হচ্ছে নিরীহ আমজনতা। কিন্তু হেলদোল নেই স্থানীয় পুলিশ ও প্রশাসনের। অনেকেই পুলিশ প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন। তবে পরিসংখ্যান বলছে, চলতি মাসে হোসেনপুরে তিন বার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেকেরই। কিন্তু পথ দুর্ঘটনা না রুখতে পারলে এবার আগামীদিনে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।
Home রাজ্য দক্ষিণ বাংলা পুলিশের তোলাবাজির জন্য মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের এমনটাই অভিযোগ স্থানীয়দের।