প্রখর গরমে বাতানুকুল মেশিন থেকে ফ‍্যান কিনতে ব্যাস্ত সাধারণ মানুষ।

0
215

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- প্রখর গরমে বাতানুকুল মেশিন থেকে ফ‍্যান কিনতে ব্যাস্ত সাধারণ মানুষ।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে গত কয়েকদিনে তাপমাত্রা পারদ ৩৮ ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে‌ছিল। যা গত চার বছরের মধ্যে রেকর্ড। তবে জলপাইগুড়ি‌তে সর্বকালীন তাপমাত্রা রয়েছে ১৯৮৬ সালে ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। শেষবার ২০১৮ সালে তাপমাত্রা‌র পারদ ছুঁয়ে‌ছিল ৩৮.৪ ডিগ্রি পর্যন্ত। সাধারণ মানুষের দাবি গত পাঁচ বছরে এমন গরম পড়েনি জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকায়।