মালদহে হবিবপুর ব্লকে রাষ্ট্রপতি নির্বাচনের আগে দ্রোপদি র্মুর্মুর সমর্থনে পোস্টার। যেখানে লেখা রয়েছে মমতা আদিবাসী বিরোধী।

0
265

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-মালদহে হবিবপুর ব্লকে রাষ্ট্রপতি নির্বাচনের আগে দ্রোপদি র্মুর্মুর সমর্থনে পোস্টার। যেখানে লেখা রয়েছে মমতা আদিবাসী বিরোধী। এই পোস্টার চোখে পরে মালদার হবিবপুর থানার কেন্দপুকুর এলাকায়। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তীব্রকটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও পোস্টার দেওয়ার কথা স্বীকার করে নিয়েছে বিজেপি।

পোস্টারে লেখা রয়েছে বিজেপি, আদবাসি মহিলা দ্রোপদি র্মুর্মুকে রাষ্ট্রপতি পদ প্রার্থী করেছে। আদিবাসি মহিলাকে সম্মান জানিয়েছে। মমতা বন্দোপাধ্যায় এর বিরোধীতা করে প্রার্থী দিয়েছেন। উনি আদিবাসিদের সঙ্গে ছিলেন না, কখনো থাকবেনও না। আদিবাসি জাতি বিরোধী মমতা বন্দোপাধ্যায়। আর এমনই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

যদিও বিজেপির মন্ডল সভাপতি জানান, বিজেপি আদিবাসিদের সম্মান জানিয়েছে। তাই তাকে রাষ্ট্রপতি পদ প্রার্থী করেছে। কিন্তুু মমতা বন্দোপাধ্যায় আদিবাসীদের বিরোধীতা করছেন। তিনি আদিবাসীদের অসম্মান করেছেন। ফলে মমতা বন্দোপাধ‍্যায় আদবাসিদের সঙ্গে রয়েছেন কখনও হতে পারে না। সেই কারনে এই পোস্টার দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, তিনি আদিবাসী বিরোধী সেই কারনে বিরোধী প্রার্থী দিয়েছেন। মমতা ব‍্যানার্জী আদিবাসিদের ভালোবাসেন না। সেই কারনে আদিবাসী মহিলা রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিরোধীতা করছেন। এখন আদিবাসিদের মন পেতে মন গড়া কথা বলছেন। সেই কারনে পোস্টার দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

পাল্টা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, মমতা বন্দোপাধ্যায় আদিবাসিদের সঙ্গে আছেন থাকবেন। বিজেপি ভুল প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। বিজেপি এক ঠগ বাজের দল। মালদা আদিবাসী মানুষ এর যোগ্য জবাব দেবে। ফলে বিভ্রান্ত করে লাভ নেই।