একুশে জুলাই এর সমর্থনে তৃণমূলের মহামিছিলে জনস্রোত।

0
331

আবদুল হাই, বাঁকুড়াঃ দু’বছর পর আবার ধর্মতলায়। একুশে জুলাই-এর সমাবেশ। নো আইডেন্টিটি নো ভোটের দাবীতে রাইটার্স অভিযানে শহিদদের শ্রদ্ধা নিবেদন তৃণমূল কংগ্রেসের। তার প্রস্তুতিতেই এখন গোটা রাজ্য। কলকাতায়ও প্রচার-মিছিল-মিটিংয়ের সঙ্গে চলছে দেওয়াল লিখন। উত্তরবঙ্গ থেকে থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এখন একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি। কোথাও ঘরোয়া মিটিং কোথাও আবার পথসভা প্রচার। যে যেভাবে পারছে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে আহ্বান জানাচ্ছে।
সোমবার একুশে জুলাই এর সমর্থনে মহামিছিলে জনস্রোতের সাক্ষী থাকল বাঁকুড়া জেলার মেজিয়া শিল্পাঞ্চল এলাকা। বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর সভাপতি রথীন ব্যানার্জির নেতৃত্বে চৌশাল মোড় থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান কয়েকহাজার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।
মিছিলটি সমগ্র এলাকা পরিক্রমা করে দুর্লভপুর শ্রমিক ভবনে এসে শেষ হয়। মিছিলের আগাগোড়া তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বের ঝাঁঝালো স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পঞ্চায়েত নির্বাচন আগে তৃণমূল কংগ্রেসের এই ধরনের মহা মিছিল কর্মীদের মনোবলে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।