বনমহোৎসব পালন ও বৃক্ষরোপণ কর্মসূচি।

0
375

আবদুল হাই, বাঁকুড়াঃ ক্রমশ তপ্ত হয়ে-ওঠা এই গ্রহে দাবদাহ থেকে বাঁচার এবং পরিবেশ-প্রকৃতিকে বাঁচানোর একটাই রাস্তা– সবুজ বৃদ্ধি করা, মানে, বনসম্পদকে রক্ষা করা এবং নতুন করে গাছ লাগানো। এরই লক্ষে পৃথিবী জুড়ে নানা পরিকল্পনা নানা প্রকল্প। ১৪ জুলাই থেকে যেমন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ পালন। চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। রাজ্য জুড়ে চলা এই অরণ্য সপ্তাহ উদযাপনের আবহে বনদপ্তর থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এই উপলক্ষে সোমবার বাঁকুড়ার উত্তর বনবিভাগের মেজিয়া বনদফতরের তরফে বন মহোৎসব পালন করা হলো কুস্থলিয়া উচ্চ বিদ্যালয়ে । প্রথমে একটি সচেতনতা মূলক রেলি বের হয়, কুস্থলিয়া বাজার পরিক্রমা করে বিদ্যালয়ে শেষ হয়। এদিন বিদ্যালয়ে বহু চারাগাছ রোপণ করা হয় । মেজিয়া বনবিভাগের বনসংরক্ষক আধিকারিক দুর্গাদাস হাঁসদা জানান পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ তাই বৃক্ষরোপণই বাঁচার একমাত্র উপায়।