পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেহালা রাস্তা সারাইয়ে দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার মেছাদা-তমলুক রাজ্য সড়ক পাইকপাড়ি কাছে অবরোধ করল গ্রামবাসীরা। শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুকএক নম্বর অঞ্চল অন্তর্গত পাইকপাড়ি গ্রামে যাতায়াতের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকার কারণে গ্রামবাসীরা সোমবার মেচেদা-তমলুক রাজ্য সড়কে অবরোধ করেন গ্রামবাসী। এই অবরোধের ফলে ব্যস্ততম রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মাতঙ্গিনী ব্লকের বিডিও এলে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পরে এলাকাবাসীদের আশ্বাস দেন বিডিও। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তায় ছাড়াই করা হবে প্রতিশ্রুতি পাওয়ার পর অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা বেহালা রাস্তা সারাইয়ে দাবিতে মেছাদা-তমলুক রাজ্য সড়ক পাইকপাড়িতে অবরোধ করে গ্রামবাসীরা।