সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী –রাতের অন্ধকারে দুষ্কৃতিদের আক্রমণে গুরুতর জখম হলেন ৪ তৃণমূল কর্মী সমর্থক।টনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৭ নম্ব গরাণবোস বাজার এলাকায়।গুরুতর জখম হয়েছেন জুলফিকার সেখ,আমিরুল সেখ,সুজাউদ্দিন সেখ ও ফিরোজ সেখ। স্থানীয়রা জখমদের কে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন রাতে ভরতগড় বাজার থেকে বাজার করে বাড়িতে ফিরছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ রাতের অন্ধকারে জনা দশেক দুষ্কৃতি তাদের পথ আগলে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলো পাথাড়ি ভাবে কোপ মারতে থাকে। ঘটনা চারজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানে জুলফিকারের অবস্থা সঙ্কটজনক হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় ভরতগড় তৃণমূল অঞ্চল নেতা জাকির হোসেন মোল্লা জানিয়েছেন বেশকিছু বহিরাগত দুষ্কৃতী এলাকা দখল করতে আমাদের দলীয় কর্মীকে আক্রমণ করে বেধড়ক ভাবে কুপিয়েছে।আমরা ঘটনার কথা পুলিশ কে জানিয়েছি।
অন্যদিকে এলাকার বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন ‘রবিবার রাতে একদল দুষ্কৃতি তান্ডব চালিয়েছে। পুলিশকে ঘটনার কথা জানিয়েছি। পুলিশ প্রশাসন তৎপরতার সাথে ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে বাসন্তী থানার পুলিশ ঘটনার কথা জানতে পেরেই রবিবার রাতেই এলাকা য় তল্লাশি অভিযান চালিয়ে মামুদ আলি সেখ,বাবুল আক্তার মোল্লা, রাজা লস্কর,হাফিজুল সেখ, আজিজুল সেখ, সাকির সেখ সহ মোট ৭ জন কে গ্রেফতার করেছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা রাতের অন্ধকারে দুষ্কৃতি আক্রমণে গুরুতর জখম হলে ৪ তৃণমূল কর্মী সমর্থক,গ্রেফতার ৭।