রোগীর বাড়ির আত্মীয়দের কথা মাথায় রেখে কোচবিহারে উদ্বোধন করা হলো মা ক্যান্টিনের।

0
326

মনিরুল হক, কোচবিহার: রোগীর বাড়ির আত্মীয়দের কথা মাথায় রেখে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে উদ্বোধন করা হলো মা ক্যান্টিনের। এদিন ওই ক্যান্টিনের শুভ সুচনা করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
জানা গেছে, যারা বাইরে থেকে কোচবিহারে দিন মজুরি করতে আসে এবং টোটো চালক, অটোচালক এবং ভ্যানচালক যারা ঠিক ঠাক মতন দুপুরে খাবার খেতে পারছে না এবং ‘মাতৃমা’ তে আসা রোগীর আত্মীয়-স্বজনদের কথা মাথায় রেখে, ‘মাতৃমা’ র সামনে ওই মা ক্যান্টিন শুরু করা হল। এই ক্যান্টিনে রোজদিন প্রায় ২০০ জনের মতন লোক পাঁচ টাকার বিনিময় পেট ভরে ডিম ডাল ভাত এবং খেতে পারবে। যদিও কোচবিহারে এম. জে.এন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের এম.এস.ভি.পি রাজীব প্রসাদ এই মা ক্যান্টিনের জন্য জায়গা প্রদান করেন বলে জানা গিয়েছে।
এদিন কোচবিহারের পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ সেখানে নিজ হাতে ৫ টাকার বিনিময়ে ওই মা ক্যান্টিনের ডিম ভাত পরিবেশন করেন। যদিও এই ক্যান্টিনের প্রকল্প আগে থেকেই শান্তিময়ের ঠিকানায় ছিল তা আজ থেকে কোচবিহারের পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে মাতৃমায়ের সামনে স্থায়ীকরণ করা হলো।