সাপে দংশন করলে কি করণীয় ছাত্র ছাত্রীদের বোঝালেন বিজ্ঞান মঞ্চ।

0
322

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া ইন্দাস বিজ্ঞান মঞ্চের উদ্যোগে গুরুধাম শান্তাশ্রম বম্ভ্রনন্দ বিদ্যাভবন স্কুলে সকল ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হল, এদিনের সভার মূল উদ্দেশ্য ছিল সকল ছাত্র ছাত্রীদের বিশেষভাবে সচেতন করা যাতে কোন মানুষকে সাপে কামড়ালে তাকে ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট না করে যাতে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই বিষয়ে বিশেষ সচেতন করা হল। সাপে কামড়ালে প্রাথমিকভাবে কি করনীয় সে বিষয়েও পুঙ্খানুপুঙ্খভাবে স্কুলের সকল ছাত্র ছাএী দের বোঝানো হলো,
বিশেষভাবে ওই স্কুলে ছাত্র ছাএীরা এলাকার মানুষদের যাতে সচেতন করতে পারে।যাতে তারা তাদের এলাকায় কোনো ব্যক্তিকে সাপে দংশন করলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে বলে এই নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়।

বিজ্ঞান মঞ্চে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষেরা।