জলপাইগুড়ি বন ব‍্যবসায়ী সমিতির পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালন করা হল।

0
320

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি বন ব‍্যবসায়ী সমিতির পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালন করা হল। মঙ্গলবার মাসকালাইবাড়ি এলাকায় সমিতির ভবনে বনমহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ এবং চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হল। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ডিএফও বিকাশ বিজয় সহ জলপাইগুড়ি বন ব‍্যবসায়ী সমিতির সকলেই। সমিতির সম্পাদক গৌতম ভৌমিক বলেন, এদিন দুই হাজার গাছ বিতরণ করা হবে অরণ্য সপ্তাহ উপলক্ষে । পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচিও চলে। বর্তমানে গরমে মানুষ হাসফাঁস করছেন। আমরা প্রতিবারের মতো এবারও সমিতির পক্ষ থেকে এধরনের কর্মসূচি নিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।