জিএসটি লাঘু হওয়ার পর থেকে মাথায় হাত মধ্যবিত্তে।

0
179

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –জিএসটি লাঘু হওয়ার পর থেকে মাথায় হাত মধ্যবিত্তে। নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম বেড়েছে। যেমন প্যাকেটবন্দি খাবার, দই, বাটার মিল্ক,পনির, বিভিন্ন গুড়, চিনি, প্রাকৃতিক মধু, মুড়ি, চিড়ে, খই, মুড়কি, বার্লি, ওটস, চাল, গম, আটা প্রভৃতি। দামের উপর জিএসটি লঘু। ফলে আরও বেড়েছে দাম। অন্য দিকে গ্যাসের দাব বেরে গিয়েছে, যা কিনা মধ্যবিত্তের জ্বালা আরও বাড়িয়ে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে কপালে ভাঁজ পরেছে সাধারণ মানুষের বিভিন্ন সামগ্রী উপর 5% GST এই নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ক্রেতা ও বিক্রেতা চিন্তা পরেছেন।সাধারণ মানুষকে জিনিসের দাম কতটা বেড়েছে তা বলবেন কখনো আবার তাদের অভিযোগ দাম বেশি বলে দোকানদারদের সাথে ঝামেলা সৃষ্টি হতে পারে।এই নিয়েই চিন্তায় পড়েছে দোকানদাররা।