দিঘা ডায়মন্ড থেকে ইলিশের যোগান না থাকায় রানাঘাট বাজারে ইলিশের দাম প্রায় আকাশ ছোঁয়া।

0
2228

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দিঘা ডায়মন্ড থেকে ইলিশের যোগান না থাকায় রানাঘাট বাজারে ইলিশের দাম প্রায় আকাশ ছোঁয়া।৬০০থেকে ৭০০ গ্রাম ওজনের রায়দিঘির ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।এই সময় সাধারণত ওই ওজনের ইলিশ মাছের দাম থাকে ৫০০টাকার মধ্যে।কিন্তু এবার ইলিশের তেমন যোগান না থাকায় বর্ষা কালে খিচুড়ির সাথে ইলিশ মাছ খাওয়ার সাধ বাঙালির এখনও পূরণ হয়নি।আমদানি বাড়লে ইলিশের দাম যে কমবে তা বলাই বাহুল্য।তখন হয়তো সাধ পূরণ হবে আম বাঙালির।