পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মেরিন ড্রাইভে অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। গত ১৪ই জুলাই থেকে ২০ শে জুলাই পর্যন্ত চলছে অরণ্য সপ্তাহ ,আর এই অরণ্য সপ্তাহের ষষ্ঠ দিনে অভিনব প্রয়াসের উদ্যোগে দীঘা মেরিন ড্রাইভ এলাকায় কয়েকশো চারা গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংস্থার কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালগাছারী দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ জানা, এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ প্রসঙ্গত ইয়াস ঝড়ের ব্যাপক ক্ষতি হয়েছিল দীঘার সমুদ্র সৈকত। তাই এলাকার পরিবেশকে রক্ষা করতে ও মুখ্যমন্ত্রীর স্বপ্নের মেরিন ড্রাইভ পর্যটকদের কাছে আকৃষ্ট করতে এই অভিনব প্রয়াস বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক তমাল সাউ। তিনি বলেন আমাদের এই সংস্থা বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে নানা সামাজিক কাজ করে থাকেন তাই দীঘা, তাজপুর, মান্দারমনির মতন পর্যটন শহরের পরিবেশকে সুস্থ রাখতে এবং সমুদ্র ক্ষয় থেকে দিঘাকে বাঁচাতে এই ধরনের প্রয়াস এলাকার প্রধান বিশ্বজিৎ জানা বলেন পঞ্চায়েত এই সংস্থার সঙ্গে নানাভাবে সহযোগিতা করবে এবং মেরিন ড্রাইভ কে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে বৃক্ষরোপণ আরো বেশি করে প্রয়োজন ।যেহেতু সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্রচুর পরিমাণে গাছ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় ,তাই পঞ্চায়েতের সহযোগিতায় এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা দীঘা মেরিন ড্রাইভে অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।