ক্যানিং, নিজস্ব সংবাদদাতা: – প্লাস্টিক এ জর্জরিত সুন্দরবনের বিভিন্ন এলাকা।আগামীতে হয়তো সুন্দরবন কে প্লাস্টিক গিলে ফেলবে।যদিও প্লাস্টিক ব্যবহার নিয়ে সচেতনতা চলছে সর্বত্র। বেশকিছু জায়গায় প্লাস্টিক নিষিদ্ধ হলেও তার ব্যবহার রয়েছে অব্যাহত।প্লাস্টিক কে দূরে সরিয়ে সুন্দরবন কে প্লাস্টিক মুক্ত করতে বিকল্প পথ খুঁজে উদ্যোগ গ্রহণ করলো একটি সংস্থা।মূলত দেশীয় পাটজাত দ্রব্যের উপর জোর দিয়েছেন সংস্থাটি।পাট দিয়ে তৈরী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র উৎপাদন করার জন্য ভাবনা চিন্তা নিয়েছে।এসবের পাশাপাশি এলাকার মহিলারাও যাতে করে আর্থিক ভাবে স্বনির্ভর হয় সেই উদ্যোগও নেওয়া হয়েছে। সম্প্রতি পাটজাত দ্রবের বিভিন্ন রকমারী নিত্য জিনিসপত্র তৈরীর করার উদ্যোগ নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ক্যানিংয়ে। সেখানে গ্রামের কুড়িজন মহিলা বিনা ব্যয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।সংস্থাটির সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা আইসিএআর।মঙ্গলবার প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।প্রশিক্ষণ চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত।
সংস্থার এক কর্মকর্তার কথায় ‘প্রাথমিক ভাবে আমরা ২০ জন মহিলা কে প্রশিক্ষিত করে নিত্য ব্যবহারিক সামগ্রী তৈরী তৈরীর পরিকল্পনা করেছি। যাতে করে প্লাস্টিক নির্মূল করা যায়।পাশাপাশি আগামী দিনে যাতে করে সমগ্র সুন্দরবন জুড়ে এই প্রকল্প চালু করা যায় তার উদ্যোগ গ্রহণ করা হবে’।