বাঁকুড়ার শালতোড়া থানার পক্ষ থেকে বাল্য বিবাহ ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা শিবির।

0
355

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার শালতোড়া থানার পক্ষ থেকে বাল্য বিবাহ ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা শিবির।

বাল্য বিবাহ রোধে এবং শিশু সুরক্ষার জন্য বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার।

সেইমর্মে অধিকাংশ ব্লকে এই বিষয়ে সচেতনতা মূলক নানা কর্মসূচি নেওয়া হচ্ছে।

২০ ই জুলাই বাঁকুড়ার শালতোড়া থানার পক্ষ থেকে রামপুর গ্রামে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো বাল্য বিবাহ এবং শিশু সুরক্ষা বিষয়ে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়ার থানার এস, আই, মণিশঙ্কর মোহান্ত, শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মিলন মালাকার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তরুলতা মন্ডল ও থানার অন্যান্য আধিকারিক গণ।

এই সচেতনতা শিবিরে থানার এস, আই এবং জয়েন্ট বিডিও স্যার বাল্য বিবাহের কুফল গুলি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন।

জয়েন্ট বিডিও মিলন মালাকার বলেন, বাল্য বিবাহের ফলে স্কুল ছুটে র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,
শিশু পাচার হচ্ছে,
পারিবারিক হিংসা বাড়ছে,
কম বয়সে মা হলে শিশু অপুষ্ট, ওজন কম, প্রতিবন্ধী হতে পারে।

তাই তাঁরা সরকারী বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন।
কন্যাশ্রী, রূপ শ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা তুলে ধরে অভিভাবক দের সচেতন করেন।

তাঁরা বাল্য বিবাহের অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর ১০৯৮ নম্বরে যোগাযোগ করে এই বিষয়ে অভিযোগ জানতেও অনুরোধ করেন।
যদিও অভিযোগ কারির নাম ও পরিচয় প্রয়োজনে গোপন রাখার কথা তাঁরা বলেন।