পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুরু হয়েছে কোভিড নিয়ন্ত্রনে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া।তবে বুধবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পুলশিটা সুস্বাস্থ্য কেন্দ্রের ছবিটা সকাল থেকেই ব্যতিক্রম।স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানাগেছে এইদিন ১২০ জনকে বুস্টার ডোজ দেওয়া হবে।তাই ভোর থেকে লাইন দিয়েছেন মানুষ,তবে স্বশরীরে নয়,কাগজে নাম লিখে ভাঙা ইঁটে,ডাবের খোলায়। তবে এইভাবে লাইন হওয়ায় ক্ষুব্ধ সাধারন মানুষ।আজ থেকে এমনই ছবি ধরা পড়লো কোলাঘাটের পুলশিটা সুস্বাস্থ্য কেন্দ্রে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বুস্টার ডোজ নেওয়ার জন্য লাইনে ব্যতিক্রম ছবি কোলাঘাটের পুলশিটা সুস্বাস্থ্য কেন্দ্রে।