নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বর্ষায় গ্রামেগঞ্জে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় বাঁশের তৈরি টেপাই। বর্ষাকালে টেপাইয়ের ভালোই চাহিদা থাকে। আর এই চাহিদাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের আশায় কারিগরেরা নিজের হাতে টেপাই তৈরি করে বিক্রির জন্য নিয়ে যায় বাজারে। এবার বর্ষা আসতেই কারিগরেরা টেপাই তৈরি করে বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। মাছ ধরতে টেপাইয়ের চাহিদা অনেকটাই বেড়েছে ফালাকাটায়। কারিগররা জানান, এক একটি টেপাই তৈরি করতে বেশ কিছুদিন সময় লাগে। প্রথমে মাকলা বাঁশ কাটার পর দেড় ফুট মাপের টুকরা করা হয়। তারপর টুকরো বাঁশ ফাটিয়ে সরু কাঠি বের করা হয়। সেই কাঠি দিয়ে টেপাই তৈরি করা হয়। টেপাই তৈরিতে খরচ কম হলেও সময় অনেকটাই লাগে বলে জানা কারিগররা। জানা গিয়েছে, এবার এক একটি টেপাই ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।