গভীর রাতে শান্তিপুরের দুটি পৃথক এলাকার গৃহস্থ বাড়ির ঘরের ভেতর থেকে পরপর দুটি বিষধর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

0
225

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে শান্তিপুরের দুটি পৃথক এলাকার গৃহস্থ বাড়ির ঘরের ভেতর থেকে পরপর দুটি বিষধর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা যায় গতকাল গভীর রাতে শান্তিপুর হরিপুর অঞ্চলের মনসাতলা এলাকার একটি গৃহস্থ বাড়ির ভেতরে ঢুকে পড়ে একটি বিষধর গোখরো সাপ, আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে। খবর দেয় শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে ঘটনাস্থলে গিয়ে বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে প্রস্তাবন্দী করে। পরবর্তীতে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকার একটি গৃহস্থ বাড়ির ভেতরে আবারো ঢুকে পড়ে একটি বিষধর কালাচ সাপ, ওই পরিবারেও আতঙ্ক সৃষ্টি হয়। আবারো ফোন করে শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। ওই গভীর রাতেই ওই গৃহস্থ বাড়িতে গিয়ে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষধর কালাচ সাপটিকে উদ্ধার করে বস্তা বন্দী করে। উদ্ধারকারি অনুপম সাহা জানান, দুটি গৃহস্থ বাড়ির ভেতর থেকে দুটি বিষধর সাপ উদ্ধার করেছেন তিনি। দুটি সাপকেই বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন তিনি। স্বভাবতই গভীর রাতে শান্তিপুরের দুটি পৃথক এলাকার পরপর দুটি গৃহস্থ বাড়ির ভেতর থেকে বিষধর সাপ উদ্ধার ঘিরে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় এলাকা গুলিতে।