জমি বিবাদের জেরে ছুরিকাঘাতে আক্রান্ত এক।

0
196

মালদা,২১ জুলাই: জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে চাকু মারার অভিযোগ উঠলো প্রতিবেশীদের বিরুদ্ধে।ঘটনায় গুরতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে একজন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে চাঁচল-১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের ভবানিপুর গ্রামে।জখম পরিবারের তরফে বৃহস্পতিবার চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,জখম ব্যক্তির নাম তাহেরুদ্দিন(৫০)।চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ,তাহেরুদ্দিনের নথিপত্র থাকা সত্ত্বেও দুই শতক জমি দখল করার চেষ্টা করে প্রতিবেশী বুধু মোহাম্মদ ও মুকলেসুর রহমানরা।বিবাদ রোধের জন্য গ্রামে বসেছিল সালিশি সভা।কিন্তু সেই সভায় বলা হয়েছিল নথিপত্রে তাহেরুদ্দিনের জমি রয়েছে।এমনটাই তাদের দাবি।তারপরেই বিবাদীরা তাহেরুদ্দিনে জমির ফসল নষ্ট করে বলে অভিযোগ।বুধবার রাতে তাহেরুদ্দিন একাই গ্রামের পথ দিয়ে বাড়ি ফিরছিলেন।ফাঁকা মাঠে কালভার্টের কাছে তাহেরুদ্দিনের পথ আটকায় বুধু ও মুকলেসুর রহমানরা।তারপর তাকে পাটের জমিতে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও ছুরি দিয়ে পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয় বলে অভিযোগ।তাহেরুদ্দিনের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।তারপর তাকে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই আপতত চিকিৎসাধীন রয়েছে।ন্যায়ের দাবিতে বৃহস্পতিবার সকালে তাদের তিনজনের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে।পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।
যদিও মারধরের ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছে মুকলেসুর ও বুধু।