নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হচ্ছেন ,ঝাড়গ্রামের প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে দ্রৌপদী মুর্মুর একটি করে ছবি বিজেপি কর্মীদের পৌঁছে দেওয়ার নিধান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বৃহস্পতিবার দেশের হবু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে অভিনন্দন জানিয়ে লালগড়ে মিছিল করে জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে উপস্থিত ছিলেন খড়গপুরের বিধায়ক তথা অভিনেতা হিরন চ্যাটার্জি , ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো সহ বিজেপির একাধিক রাজ্য ও জেলা নেতৃত্বরা । লালগড় ফুটবল মাঠ থেকে লালগড় বাজারের এসআই চক পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী, বৃষ্টির মধ্যে মিছিলে অংশগ্রহণ করে কয়েক হাজার মানুষ । লালগড় বাজারের এসআই চকে জনসভা করেন তিনি । এদিন শুভেন্দু বলেন , ” গতবার দলিত সম্প্রদায়ের মানুষ রাজনাথ কভিত কে রাষ্ট্রপতি করেছিলেন । একি ভাবে এবার রাষ্ট্রপতি করেছেন আদিবাসী জনজাতি সম্প্রদায়ের আমাদের এক দিদিকে । তিনি এখন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছে গেছেন । আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে জঙ্গলমহলের গ্রাম পঞ্চায়েত গুলিকে সরকারিভাবে যখন রাষ্ট্রপতির ছবিটা তাদের ওয়েবসাইটে দেওয়া হবে। সেই ছবিটি আপনারা ধমসা মাদল বাজিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছে দিয়ে আসবেন । যাতে গ্রামের মহীয়সী নারীর ছবি প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে উজ্জ্বল করে থাকে । এই দায়িত্ব আপনাদের নিতে হবে।”