বাঁকুড়া, আব্দুল হাই:- ভরা বর্ষায় স্বাভাবিক বৃষ্টির আশায় বর্ষাকালীন ফসলের চাষ হয়েছে, ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া এখনো সেরকম হয়নি বর্ষার বৃষ্টি ফলে জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা পাট, ধান সহ বিভিন্ন ধরনের সব্জি।
এই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের খটনগর কলোনি এলাকায়।
এই গ্ৰামের বাসিন্দারা সম্পূর্ণ কৃষির ওপর নির্ভরশীল।
এই সকল ফসল ফলিয়ে তার থেকে উপারিত অর্থে ই চলে সংসার, ছেলে মেয়েদের পড়াশোনা এবং সংসারের অন্যান খরচ খরচা।
জানা যায় ওই এলাকায় 100 বিঘার মত পাট, 50 বিঘা পটল, 15 বিঘা লঙ্কা, 20 বিঘা ঝিঙে সহ অন্যান্য অন্যান্য সব্জি চাষ হয়েছে এবারে, বর্ষায় দেখা নাই বৃষ্টির তার ওপর অতিরিক্ত রোধ গরমে বেড়েছে পোকার উপদ্রব, এমত অবস্থায় বিঘার পর বিঘা ফসল নষ্ট হচ্ছে পোকার আক্রমণে।
মাথায় হাত চাসীদের এই যদি হয় পরিস্থিতি তবে আগামী দিনগুলি কি হবে ভেবে কূল কিনারা পায় না তারা।