প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সড়ক পথে জ্যাম কে উপেক্ষা করে জলপথে ধর্মতলায় যাত্রা শুরু করেও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লেন উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্রে কালিনগরের বাসিন্দারা। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার এলাকার কালিনগরের বাসিন্দা আজ যাচ্ছিলেন ভটভটি নৌকায় করে একুশে জুলাই ধর্মতলায় মমতা ব্যানার্জির সভায় অংশগ্রহণ করতে। দুপুরের খাবার সঙ্গে নিয়ে পাঁচটা নৌকায় করে প্রায় ৬০০ কর্মী সমর্থকরা রওনা দিয়েছিলেন জলপথে ধর্মতলার উদ্দেশ্যে। প্রাকৃতিক দুর্যোগে নৌকা আর এগোতে না পারায় পরিশেষে মানিকপুর জেটিঘাট নোঙ্গর ফেলতে বাধ্য হন কালিনগর এর তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। পাঁচটা নৌকায় করে প্রায় ৬০০ তৃণমূল কর্মী যাচ্ছিলেন ধর্মতলার উদ্দেশ্যে। সব ঠিকঠাক চলছিল, গত দু’বছর করোনা চলাকালীন ভার্চুয়াল মিটিংয়ে শহীদ দিবস পালন করা হয়। সবাইর মন আকুল ছিল এ বছর মহা সমারোহে প্রচুর লোকের সমাগমে শহীদ দিবসে অংশগ্রহণ করবে উলুবেরিয়ার কালিনগরের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা । নৌকো ছাড়া আর শুরুটা বেশ ভালই চলছিল তাল কাটলো বেশ খানিকটা আসার পর দমকা হাওয়া এবং বৃষ্টির জন্য নৌকা আর এগোতে না পারায়। অবশেষে মানিকপুর জেটি ঘাটে নৌকার নোঙ্গর বাঁধতে বাধ্য হন ধর্মতলা যাবার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর ঊর্ধ্বতন নেতৃত্বের পরামর্শে গন্তব্যস্থলে না গিয়ে পুনরায় ফিরে যেতে বাধ্য হন নিরুৎ সাহি উলুবেরিয়া দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী পুলক রায়ের অনুগত তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা।