নিজস্ব সংবাদদাতা, মালদা:- নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রির ওপর জিএসটির ৫ শতাংশ জিএসটি লাগু হাওয়াতে ফাঁপরে পড়েছে আমজনতা । ক্রেতা , বিক্রেতা প্রত্যকেই বলছেন স্বাধীনতার পর থেকে এমন নজিরবিহীন ঘটনা এই প্রথম ঘটলো। সরকার কি চাইছে আমরা বুঝতে পারছি না। দই, মিষ্টি, ছানা, মুড়ি সহ যেকোনো নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ওপর যদি জিএসটি বসে ,তাহলে দাম অনেকটাই বাড়বে। একদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি । অপরদিকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে জিএসটি লাগু, মানুষ বাঁচবে কি করে। এব্যাপারে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। তীব্র প্রতিবাদ জানিয়েছে, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। সংগঠনের জেলা সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, স্বাধীনতার পরে এরকম ঘটনা আমাদের কাছে নজিরবিহীন। গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। এইভাবে জিএসটির বসানোতে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
Home রাজ্য উত্তর বাংলা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রির ওপর জিএসটির ৫ শতাংশ জিএসটি লাগু হাওয়াতে ফাঁপরে...