মনিরুল হক, কোচবিহারঃ প্রসূতি ও শিশুদের পরিষেবা দেওয়ার বদলে ডাটা এন্ট্রির কাজ করানো হচ্ছে বলে অভিযোগ তুলে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন মহিলা স্বাস্থ্য কর্মীরা। আজ বিকেলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে গোলাপি পোশাকে ওই মহিলা স্বাস্থ্য কর্মীরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
অভিযোগ,তারা মুলত শিশু ও প্রসুতিদের বিভিন্ন ভ্যাক্সিনেশনের কাজ করে থাকেন। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁদের দিয়ে ডাটা এন্ট্রির কাজ করানোর জন্য বিভিন্ন ভাবে চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি সার্ভিস বুক হারিয়ে যাবে সহ বিভিন্ন ভাবে হুমকি দিয়ে কাজ করাতে চাইছে। তাই বাধ্য হয়ে তারা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ ও ধর্নায় বসেছেন বলে জানা গিয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা প্রসূতি ও শিশুদের পরিষেবা দেওয়ার বদলে ডাটা এন্ট্রির কাজ করানো অভিযোগে সিএমওএইচ...