বিবাদের জেরে পৌরসভার সাফাই কর্মীরা এলাকার সমস্ত নোংরা আবর্জনা প্রতিবাদস্বরূপ 13 নম্বর ওয়ার্ডের নাগরিক অনু মহন্তের বাড়ির সামনে ফেলে রেখে বিক্ষোভ দেখায়।

0
296

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ 13 নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের সঙ্গে ওয়ার্ডের এক বাসিন্দা অনু মহন্তের বিবাদের জেরে পৌরসভার সাফাই কর্মীরা এলাকার সমস্ত নোংরা আবর্জনা প্রতিবাদস্বরূপ 13 নম্বর ওয়ার্ডের নাগরিক অনু মহন্তের বাড়ির সামনে ফেলে রেখে বিক্ষোভ দেখায়। সাফাই কর্মীদের দাবি তারা নিজেদের জীবনকে বিপন্ন করে শহরের মানুষকে সুস্থ রাখতে প্রতিদিন দিবারাত কাজ করে চলছে। তবুও তাদের শুনতে হয় নাগরিকদের কাছ থেকে নানান ধরনের কটু কথা।। আজ যেভাবে ১৩ নম্বর ওয়ার্ডের নাগরিক অনু মোহন্ত সাফাই কর্মীর সঙ্গে নোংরা ভাষায় কথা বলে তাকে অপমান করেছে তা কখনোই মানা যায় না বলে সাফাই কর্মীরা দাবি করেন। তালে দাবি যতক্ষণ পর্যন্ত এই নাগরিক পৌরসভায় এসে ক্ষমা না চাইবেন ততখন পর্যন্ত কালিয়াগঞ্জ এর এই ওয়ার্ড এ কোন পরিষেবা দিবেন না তারা।