মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল তিন জনের, ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বেলডাঙা শহর জুড়ে। জানাগিয়েছে এদিন ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর তিনজন যাচ্ছিল তখনই অপরদিক থেকে আসা একটি বেপরোয়া লরি তাদের ধাক্কা মারে এবং লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জরিনা বিবি, আসমান শেখ ও মনিকা খাতুন নামের তিনজনের। ঘটনার খবর বেলডাঙা থানায় দেওয়া হলে বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলি উদ্ধার করে এবং বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পাশাপাশি ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ প্রশাসন।