শিক্ষক শিক্ষিকারা ফ্যানের তলায় , ছাত্রছাত্রীরা ফ্যান ছাড়া এই দাবদাহ গরমে – অভিভাবকদের বিক্ষোভ।

0
296

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষক শিক্ষিকারা ফ্যানের তলায় , ছাত্রছাত্রীরা ফ্যান ছাড়া এই দাবদাহ গরমে। স্কুলের একাধিক সমস্যা নিয়ে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর 7 নাম্বার ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথ প্রাথমিক বিদ্যালয় অভিভাবকদের বিক্ষোভ। স্কুলে পঠন-পাঠন হয় না , নিম্ন মানের মিড ডে মিল, ছাত্র-ছাত্রীদের জন্য বাথরুমে জলের ব্যবস্থা নিয়ে ক্ষোভ। শিক্ষকরা ফ্যানের তলায় ছাত্রছাত্রীরা ফ্যান ছাড়া, স্কুলে সঠিক সময় সমস্ত শিক্ষক স্কুলে আসে না, পড়াশোনা সঠিকভাবে হয়না অভিভাবকদের অভিযোগ। এই স্কুলের শিক্ষক প্রদীপ বোস 21 শে জুলাই শহীদ স্মরণ দিবসের নামে পাঁচ দিন ধরে স্কুলে আসে না প্রধান শিক্ষিকা অথবা এসআই কেউ জানানোর প্রয়োজন মনে করেনি।বিষেশ সূত্রে জানা যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত।

এইভাবে শুধু শিক্ষক সমাজ নয় তৃণমূল দল ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বদনান হোছে না তো। এলাকাবাসীদের অভিযোগ এই স্কুলের শিক্ষক প্রদীপ বোস স্কুলে সঠিকভাবে, সঠিক সময় ও বেশিরভাগ দিন স্কুলে আসেন না ।
স্কুলের প্রধান শিক্ষিকা বলেন পাঁচ দিন ধরে স্কুলের শিক্ষক প্রদিপ বোস স্কুলে আসেনি এবং ছুটি নেয় নি।
কালিয়াগঞ্জ অবর বিদ্যালয় দুই নাম্বার চক্রের পরিদর্শক শ্রী লা সাহা বলেন। স্কুলের শিক্ষক প্রদীপ বস কোনো ছুটি নেয়নি। গ্রামবাসীর অভিযোগের ভিত্তি তে স্কুলের সমস্ত সমস্যার সমাধান করা হবে মঙ্গলবার এর মধ্যে।
উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট।