কলেজের সেমিস্টারের পরীক্ষায় দেদারসে গনটোকাটুকি।

0
237

উঃ দিনজপুর, রাধারানী হালদারঃ- কলেজের সেমিস্টারের পরীক্ষায় দেদারসে গনটোকাটুকি। বই নিয়ে হাতে মোবাইল নিয়ে আয়েষ করে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে একই চিত্র। যা দেখে উদ্বিগ্ন শিক্ষামহল। ঘটনাস্থল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজ। কলেজ সূত্রের খবর, ২২শে জুন থেকে শুরু হয়েছে কলেজের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। শনিবার পরীক্ষা চলাকালীন কলেজে গিয়ে দেখা গেল গনটোকাটুকির চিত্র। ক্যাম্পাসের বাইরে ঠেলা গারির উপরে কিংবা কোনো বারান্দায় বসে জটলা পাকিয়ে দেখে দেখে উত্তরপত্র ভরাচ্ছেন প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থীরা। সাজিয়ে গুছিয়ে লেখার পাশাপাশি চলছে গল্পগুজবও। তাদের সাথে কথা বলে জানা গেল হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। এরপর কলেজে ঢুকতে তাদের বাধাও দেওয়া হয় বলে অভিযোগ। তাই তারাও নিজেদের মত শুরু করে দে উত্তর লেখা।

এতো গেল বাইরের চিত্র। ক্যাম্পাসের ভেতরে একই অবস্থা। বেঞ্চে এক সাথে বসে টোকাটুকি করে পরীক্ষা দিতে দেখা গেল পরীক্ষার্থীদের। ক্যাম্পাসের ভেতরে গনটোকাটুকি চললেও সেখানে শিক্ষকদের কোনো দেখা নেই। এই ঘটনা ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পরেছে শিক্ষামহলে। যদিও এ ব্যপারে তেমন উদ্বিগ্ন নন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ নীলিমা মোক্তান। তার দাবী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গাইড লাইন মেনেই পরীক্ষা হচ্ছে।