নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : তৃণমূলের মহাসচিব, রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও বর্তমান শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর পরই দূর্ণীতির প্রশ্নে অন্যান্য অভিযুক্তদের শাস্তির দাবিতে আরো বেশী সক্রিয় গেরুয়া শিবির। শনিবার পার্থ চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায়কে গ্রেফতারের ঘটনাকে সমর্থণ জানিয়ে ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ‘চোর ধরো জেলে ভরো’ স্লোগান তুলে সোনামুখী শহরে মিছিল পথ অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা । সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর নেতৃত্বে বিধায়ক অফিস থেকে একটি মিছিল করে সোনামুখী শহরের চৌমাথায় পৌঁছে সেখানে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিজেপির এই বৈকালিক পথ অবরোধের জেরে শহরে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয় । প্রায় ৩০ মিনিট বিজেপি কর্মী সমর্থকরা এই পথ অবরোধ করেন ।
পরে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন , আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ দাবি করছি । রাজ্যের একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী এত বড় দুর্নীতি করেছেন আর মুখ্যমন্ত্রী তিনি গদিতে বসে আছেন ওনার লজ্জা হওয়া উচিত অবিলম্বে উনার পদত্যাগ করা উচিত বলে জানান তিনি ।