বাজারে এলো নতুন পালসার এন ১৬০ স্পোর্টস বাইক আন্দুল মিদ্দা বাজাজ শোরুমে।

0
356

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- নতুন প্রজন্মের জন্য সুন্দর একখানা স্পোর্টস বাইক নতুন ভাবনায় নতুন মডেল এ বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে পেতে চলেছে কম সিসি তেও। আন্দুলের বুকে সুনামের সহিত তরতর করে এগিয়ে চলেছে যে মোটরসাইকেল কোম্পানির শোরুম তা হল মিদ্দা বাজাজ। দীর্ঘ কয়েক বছর যাবৎ ক্রেতাদের মন জয় করে এগিয়ে চলেছে সাঁকরাইল বুকে এই মিদ্দা বাজাজ। যে সমস্ত বাইকারগ্রুপ স্বপ্ন দেখেন দূর দূরান্তে পৌঁছে যাবে তাদের স্বপ্নের সাথী টু হুইলারকে সঙ্গে নিয়ে, তাদের জন্য বাজাজের এই নতুন মডেলটি খুবই জনপ্রিয় হবে এমনই আশা প্রকাশ করলেন মির্দ্দা বাজাজে কর্ণধার। বাজাজ কোম্পানি এর পক্ষ থেকে বাজারে নিয়ে আসা হলো নতুন এই বাইকটি। এত কম সিসি তে স্পোর্টস বাইক যা কিনা মধ্যবিত্তের একদম নাগালের মধ্যে। অর্থাৎ মাত্র দেড় লক্ষ টাকায় স্বপ্ন পূরণ হতে পারে স্পোর্টস বাইকটি ক্রেতাদের কাছে। এই গাড়িতে বেশ আধুনিক প্রযুক্তির নানাবিধ ফিচারস দেখতে পাওয়া যায়। যার মধ্যে রয়েছে মোবাইল চার্জিং, সেফটি ফিচার্স এ ডবল ডিসক ও এবিএস এর সুবিধা, চমকপ্রদ হেড লাইট এবং আট্রাকটিভ লোকস। ক্রেতারা এই গাড়িটি শুধু আন্দুল শোরুম থেকে পাবেন তা নয় মিদ্দা বাজাজের যে আরো চারটি শোরুম আছে। সেখান থেকে পাওয়া যাবে যেমন নবান্নের কাছে ক্যারি রোড, উলুবেড়িয়া বাজার, আলমপুর, শ্যামপুরের শাখায়। সুন্দর উৎসব আঙ্গিকে বাজাজের এই নতুন গাড়িটি উদ্বোধন হলো । উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া সেলস ম্যানেজার দেবশ্রী ভট্টাচার্য, মৌরিগ্রাম ট্রাফিক ইনচার্জ বিশ্বজিৎ ভূঁইয়া সহ আন্দুল বাজাজ শোরুমের কর্মীবৃন্দরা। মিদ্দা শোরুমের কর্ণধার রাজেশ মিদ্দা জানালেন মধ্যবিত্ত নাগালের মধ্যেই এই গাড়িটি পাওয়া যাবে । তিনি আশা প্রকাশ করলেন এক কোটি পালসার প্রেমীদের এই গাড়ি হৃদয় স্পর্শ করবে। উদ্বোধনের দিনেই দশটি গাড়ি বুকিং হয়েছে এমন জানালেন শোরুমের কর্ণধার। সুন্দর মিউজিকের সাথে কেক কেটে শুভ মুহূর্তে শুভ উদ্বোধন করা হলো ।