জনসংযোগ কর্মসূচির মাধ্যমে, নীতীশ মডেল এর প্রচার অভিযান।

0
281

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- জনতা দল ইউনাইটেড, নীতীশ ব্রিগেড , বীরভূম জেলা কমিটি দ্বারা আজ জেলার রামপুরহাট, ও হাসন বিধানসভা কেন্দ্র দুই টি তে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে, নীতীশ মডেল এর প্রচার অভিযান চালানো হয়।
নীতীশ মডেল,Nitish Model, দলতন্ত্র মুক্ত প্রশাসন, আইনের শাসন, দলতন্ত্র মুক্ত, দূর্নীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ও শিক্ষা ব্যাবস্থা প্রচলন , মদমুক্ত বাংলা , হিংসা মুক্ত বাংলা,সকলের জন্য কর্ম সংস্থান, কৃষি ও কৃষক এর সর্বাঙ্গীণ বিকাশ,ভয় মুক্ত রাজ্য।
আজকের এই প্রচার অভিযান কর্মসূচি তে JDU National Council Member, Former JDU West Bengal State President Ashoke Das এর নেতৃত্বে সম্পন্ন হয়, উপস্থিত ছিলেন JDU,Birbhum district President Dukhu Routh, Murshidabad JDU,District President,Manik Das, JDU Birbhum district General Secretary,Dibakar Dutta,

JDU ,Youth District President Mahiuddine SK,Howrah JDU District President Udaybhan Pathak,Oliul S, সহ জনতা দল ইউনাইটেড এর নেতৃবৃন্দ।