নাদিয়া, নিজস্ব সংবাদদাতা:- আইএসসি পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল রানাঘাটের শুভদীপ সরকার। তার প্রাপ্ত নম্বর ৩৯৮ শুভদীপ ইংরেজিতে পেয়েছে ৯৯ অংকে ১০০ বায়োলজিতে ১০০ কম্পিউটার সায়েন্সের ৯৯নম্বর। রানাঘাট কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুলের মেধাবী ছাত্র শুভদীপ।রানাঘাট ভাঙ্গড়াপাড়ার বাসিন্দা পেশায় চিকিৎসক সুদীপ্ত সরকারের পুত্র শুভদীপ বড় হয়ে বাবার মতো চিকিৎসক হতে চায়। অবসর সময়ে শুভদীপ সিন্থেসাইজার বাজানো পছন্দ করে।