খালের পাশে জবরদখল ছেড়ে দেওয়ার নির্দেশ সেচ বিভাগের, নারান্দা এলাকার বাসিন্দাদের বিক্ষোভ।

0
269

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া শহরের ভেতর দিয়ে গেছে মেদিনীপুর খাল। যেটি কোলাঘাট ব্লকের বেড়বহলা থেকে পাঁশকুড়ার ওপর দিয়ে গেছে। আর এই খালের দুই পাড়েই রয়েছে অসংখ্য বাড়ি, দোকান আবার ছোট ছোট কাঠের কারখানা। যদিও পাঁশকুড়া এলাকায় এই খালটি মোজে যাওয়ার কারনে এক প্রকার বন্ধ দীর্ঘ কয়েক বছর। তবে সম্প্রতি পাঁশকুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় সেচ ও জলপথ বিভাগের পক্ষ থেকে ব্যানার লাগিয়ে বিজ্ঞপ্তি জারী করেছে।সেখানে বলা হয়েছে, খালের পাশে যারা জবরদখল করে রেখেছে যায়গা অবিলম্নে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর এই বিষয়টি নজরে আসতেই পাঁশকুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নারান্দা এলাকার মানুষ জন এইদিন বিক্ষোভে সামিল হয়। তাদের দাবী, এই খালে জল থাকেনা। কোন চাষের কাজেও জল না থাকায় ব্যবহৃত হয়না। এই খালের পাড়ে প্রায় ৫০ বছর ধরে জনবসতি রয়েছে। সরকার যদি তাদের উচ্ছেদ করে, তাহলে তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তবে এই ঘটনায় সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, সমষ্টিগত সুবিধার স্বার্থে খাল খনন হবে। তাতেকরে জবরদখল থাকলে সরে যেতে হবে খাল পাড় থেকে। তবে এই বিষয়ে পাঁশকুড়া সেচ দপ্তরের কাছে গেলে কোন মন্তব্য করতে চাননি।