পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট পরবর্তী হিংসা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে সিবিআই তলব । হলদিয়ার অস্থায়ী সিবিআই ক্যাম্পে নন্দীগ্রামে তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় আদালতের নির্দেশে অতীতে নন্দীগ্রামের বেশকিছু তৃণমূল নেতাকে নোটিশ করেছিল সিবিআই। তাদের মধ্যে ১২ জন এক বছর হল জেলে রয়েছেন।
সূত্রের মাধ্যমে জানা যায়, বাকি নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের, সেক খুসনবি সহ মোট তিনজনের বিরুদ্ধে সিবিআই বারবার তলব করলেও হাজির হয়নি বলে অভিযোগ। নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আবু তাহের,সদস্য সেক খুসনবি।
হলদিয়া টাউনশিপে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তাদের তলব করার জন্য আবারও নোটিশ পাঠায় সিবিআই। সোমবারের মধ্যে নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরসহ বাকি দু’জনকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠায়। নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহের জানান, পাখির সিবিআই অ্যারেস্ট করতে পারে সেই কারণে তিনি হাজিরা দিতে অনিচ্ছুক।