২৮ জুলাই  থেকেই শুরু হচ্ছে বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২।

0
336

সব খবর ডেস্ক:- আগামী ২৮ জুলাই  থেকেই শুরু হচ্ছে বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২। প্রস্তুতি চসছে জোরকদমে। কোভিডের কারণে ২০২০ টোকিও অলিম্পিকস অনুষ্ঠিত হয়নি। সেটা গত বছর অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভারতীয়দের পারফরমেন্স দুর্দান্ত ছিল। তাই এবারও এই প্রতিযোগিতাকে ঘিরে ভারতীয়দের মনে এখন লাগামছাড়া উচ্ছ্বাসের ছোঁয়া।  এই বছর ৭৫-তম স্বাধীনতা দিবস উদযাপন করবে আমাদের দেশ। ফলে চতুর্বর্ষীয় এই ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলিটদের পারফরমেন্সের দিকেই তাকিয়ে দেশের মানুষ।