আবদুল হাই, বাঁকুড়াঃ ক্ষুদা, অভাব, দারিদ্র্যে কোন কালেই মানুষের পিছু ছাড়েনি মনে হয়। তাই এখনো পৃথিবীতে কোটি কোটি মানুষেরা ক্ষুদার জ্বালায় কাতর।কত খাবার ডাস্টবিনে নষ্ট হয়ে যাচ্ছে।আর দেখুন একটু খাবারের জন্য মা তাঁর সন্তানকে বিক্রি করে দিচ্ছে।আজ মঙ্গলবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মল্লভূম প্রয়াসের সক্রিয় দুই কর্মী স্বরূপ লোহার ও বাসুদেব লোহার এর উদ্যম ইচ্ছা আর চেষ্টা নিয়ে সাইকেল করে পাড়ি দিল বিষ্ণুপুর থেকে কলকাতা। একটাই বার্তা খাবার অপচয় বন্ধ করুন।কলকাতার সাইকেল করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই বার্তা ছড়িয়ে দেবে বলে জানা গেছে। পাইলেও শত কষ্ট হতে দেব না খাবার নষ্ট।উনাদের এই মহতী উদ্যোগকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই।