দুবরাজপুরে বিজেপির পক্ষ থেকে চোর ধরো জেল ভরো কর্মসূচি।

0
244

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- শিক্ষা ব্যবস্থায় তৃণমূল সরকারের চরম দুর্নীতি প্রকাশ্যে রাজ্যের যুব সমাজের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে চোর ধরো জেল ভরো কর্মসূচিকে সামনে রেখে মিছিল করা হয় দুবরাজপুর শহরজুড়ে। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেই রাজ্যের শাসক দলকে একযোগে আক্রমন করে রাস্তায় নেমেছে বিরোধী দলগুলো। তাই আজ দুবরাজপুর শহর বিজেপির পক্ষ থেকে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু করে গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে। তাঁদের দাবী, দুর্নীতিযুক্ত লোকেদের দ্রুত জেলে ভরতে হবে, বেকার যুবক যুবতীদের চাকরী দিতে হবে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি করুনাময় মুখার্জি, দুবরাজপুর বিধানসভার কনভেনার সত্যপ্রকাশ তেওয়ারি, বিশিষ্ট আইনজীবী তপন সাহানা সহ আরও অনেকে।