কোচবিহার, ২৬ জুলাইঃ সুটঙ্গা নদীতে তলিয়ে যায় এক প্রাক্তন পুলিশ কর্মী। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট এলাকায়।ওই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান তারিনী বর্মণ (৬৫)নামে ওই প্রাক্তন পুলিশ কর্মী সকালে নদী পার হবার সময় সুটুঙ্গার জলে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি জলে নেমে খোঁজাখুঁজির পরও ব্যক্তির খোঁজ না মেলায় খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান সহ সিভিল ডিফেন্সের কর্মীরা।সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা নিখোঁজ প্রাক্তন পুলিশ কর্মীর খোঁজে স্পিড বোট নিয়ে নদীবক্ষে দীনভর তল্লাশি চালায়। দীর্ঘ ৮ ঘন্টা নদীবক্ষে তল্লাশি চালিয়েও সন্ধ্যা পর্যন্ত ওই প্রাক্তন পুলিশ কর্মীর কোনো হদিশ মেলেনি।
মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান জানান,এক প্রাক্তন পুলিশ কর্মী সুটুঙা নদীতে তলিয়ে নিখোঁজ হয়েছে।তার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ।পুলিশের উপস্থিতিতে সিভিল ডিফেন্সের সদস্যরা নিখোঁজ ব্যক্তির খোজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তবে তার দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।