বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- “পুষ্পা দ্য রাইজ” সিনেমা দেখার ভূত এখনও মনে হয় মাথা থেকে নামেনি কয়লা পাচারকারীদের। এ যেন চোর পুলিশ খেলা চলছে। বিভিন্ন ভাবে পাচার করার পরিকল্পনা ভেস্তে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ। পুষ্পা সিনেমার কায়দায় বিভিন্ন ভাবে কয়লা পাচার করার চেষ্টা হলেও শেষমেশ ধরে ফেলছে পুলিশ। কখনও জলের বোতল, কখনও ফলের পেটি, কখনও ধানের তুষ, কখনও বা বাড়ি ঢালাই করার পাটা ও বাঁশ, আবার কখনও ইট। রয়েছে গাড়ি ভর্তি কয়লা তার ওপর ঐ উপরিউক্ত সামগ্ৰী দিয়ে ঢেকে অবৈধভাবে কয়লা পাচার করার পথ বেছে নিয়েছে অবৈধ কয়লা পাচারকারীরা। তবে পুলিশের নজর এড়াতে পারেনি কখনও। প্রত্যেকবারই ধরা পড়েছে পুলিশের কাছে। কখনও সদাইপুর থানা, কখনও মহম্মদবাজার থানা, আবার কখনও দুবরাজপুর থানার পুলিশের কাছে ধরা পড়ে যায়। এবারে রয়েছে ট্রাক ভর্তি কয়লা। কিন্তু কয়লা পাচারকারীরা এক অন্য পন্থা অবলম্বন করেছে। ট্রাকের ওপরে ইট সাজিয়ে পাচার হচ্ছিল কয়লা। গতকাল রাত্রে দুবরাজপুর থানার পুলিশ খবর পেয়ে ট্রাকটি আটক করে এবং তল্লাশি চালিয়ে কয়লা উদ্ধার করে। রাণীগঞ্জ মোড়গ্ৰাম ৬০ নং জাতীয় সড়কের ওপর বর্ধমান জেলার পান্ডবেশ্বর থেকে সিউড়ি যাওয়ার পথে দ্বরবেশ মোড়ে গাড়িটি আটক করে দুবরাজপুর থানার পুলিশ।