ফোর লেনের নালা কাটার জলে মাটি ধসে নতুন কালভার্ট ধসে পড়ার উপক্রম হয়েছে।

0
234

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ফোর লেনের নালা কাটার জলে মাটি ধসে নতুন কালভার্ট ধসে পড়ার উপক্রম হয়েছে।বিপদজনক অবস্থায় রয়েছে কয়েকটি বাড়ি।এই পরিস্থিতি জলপাইগুড়ি মোহিত নগর এলাকায়। কয়েক দিন আগেই তৈরি হয়েছিল বিধায়ক প্রদীপ কুমার বর্মার তহবিল থেকে একটি কালভার্ট।এই কালভার্ট তৈরি হবায় ঐ এলাকার কয়েকটি পরিবার পারাপারের সুবিধা হয়েছে।কিন্তু কয়েক দিন আগে লাগাতার বৃষ্টির জন্য ফোর লেন কতৃপক্ষ ফোর লেন থেকে একটি নালা কাটে।আর এই কারণে সেই নালার জলের জন্য নতুন ভাবে তৈরি হবা কালভার্টের নিচের মাটি ধসে এখন বিপদজনক অবস্থায় রয়েছে।যখন তখন পড়ে যেতে পারে ।মাটি নিচের সবটাই ধসে গেছে।পাশেই কয়েকটি বাড়ি আছে।যা এই কালভার্ট ভেঙে পড়লে সেই বাড়ি টিও ধষে যাবে।এলাকার পঞায়েট তাই ফোর লেন কতৃপক্ষ কে বিষয়টি দেখার কথা জানিয়েছেন।