বৌমার সামনে জলে ডুবে মৃত্যু শ্বশুরের,এলাকায় চাঞ্চল্য,তদন্ত পুলিশ।

0
269

জীবনতলা, নিজস্ব সংবাদদাতা: – এক বৃদ্ধ’র অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার সারেঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর হাওড়ামারি গ্রামে।মৃতের নাম রায়চরণ মাহাতো(৫৫)।স্থানীয় ও মৃতের পরিবার সুত্রের খবর ,এদিন দুপুরে বাড়ি সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন রায়চরণ।সেখানে পুকুর ঘাটে থালা-বাসন মাজছিলেন তার ছেলের বৌমা কাজল মাহাতো।স্নান করার জন্য পুকুরে ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধ।মুহূর্তে জলের তলায় তলিয়ে যেতে থাকে। জলের তলায় শ্বশুর কে তলিয়ে যেতে দেখে কি করবেন ভেবে উঠতে পারছিলেন না বৌমা কাজল মাহাতো।তিনি চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করেন। কান্নার আওয়াজ শুনে দৌড়ে আসেন প্রতিবেশীরা।তারা পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন বৃদ্ধ কে।পরিবারের লোকজন চিকিৎসার জন্য তড়িঘড়ি স্থানীয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন।বৃদ্ধ’র অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান ভাঙ্গড় থানার পুলিশ।ঠিক কি কারণে ওই বৃদ্ধ’র মৃত্যু হল তা জানতে রবিবার রাতে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।