আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া পাম্পুবস্তি এলাকায় মারুনি নৃত্য নিয়ে তিন ব‍্যাপী কর্মশালা আয়োজিত হল।

0
307

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ- আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া পাম্পুবস্তি এলাকায় মারুনি নৃত্য নিয়ে তিন ব‍্যাপী কর্মশালা আয়োজিত হল। জেলা তথ‍্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে এই কর্মশালা আয়োজিত হয়। এদিনের কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্যদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ছিলেন আলিপুরদুয়ার জেলা তথ‍্য সংস্কৃতি আধিকারিক সিপ্রিয়ানুস বাস্কে সহ বিশিষ্ট জনেরা । এদিন জেলা তথ‍্য সংস্কৃতি আধিকারিক সিপ্রিয়ানুস বাস্কে জানান, যে নেপালি সম্প্রদায়ের মঙ্গর জাতির সাংস্কৃতিক লোকনৃত্য হচ্ছে মারুনি নৃত্য এই নৃত্য নিয়ে তিন দিনের প্রশিক্ষণ আয়োজিত হচ্ছে। এখানে দার্জিলিং থেকে প্রশিক্ষক এসেছে। তিন দিনব্যাপী এই এলাকার মারুনি নৃত্য শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে।