বীরভূম, সেখ ওলি মহম্মদ:- আজ সকাল ন’টায় কেন্দ্রের তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ বীরভূমের ইলামবাজার ব্লকের শীর্ষা গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন গ্ৰামে গিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দেখেন। ১০০ দিনের কাজ, আবাস যোজনা এবং সড়ক যোজনার কাজ দেখতে এসেছেন এই প্রতিনিধি দল। তবে শীর্ষা গ্ৰাম পঞ্চায়েতের বেশিরভাগ গ্ৰামে ১০০ দিনের কাজ খতিয়ে দেখেন। তবে পথে যেতে যেতে সড়ক যোজনার কিছু কাজও পর্যবেক্ষণ করেন। তারপর তাঁরা শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুকডালা আদিবাসী পাড়ায় পরিদর্শন করলেন। এদিন আদিবাসীদের জন্য তৈরি একটি খেলার মাঠে যান এবং কী কী কাজ হয়েছে তা খতিয়ে দেখেন। তারপর ঐ পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে যান ১০০ দিনের কাজ, আবাস যোজনা ও সড়ক যোজনার কাজ দেখার জন্য। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিতর্কে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। ইতিমধ্যেই একাধিক অভিযোগ উঠেছে। শুধু বীরভূম জেলা নয়, রাজ্যের একাধিক জেলায়ও কেন্দ্রীয় প্রকল্প খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। মূলত বাংলার আবাস যোজনার যে বাড়িগুলি ধার্য করা হয়েছে, সেগুলিই খতিয়ে দেখতেই এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।