জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকে করোনা ভ্যাকসিন দেবার ঘটনাটি নিয়ে শহরের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও এই ঘটনা নিয়ে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ বলেন পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিন দেবার কাজ করা হচ্ছে এই স্থানে।
যদিও পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এই বিষয়টিকে বিরোধীদের ভুল ব্যাখ্যা বলে দাবী করে বলেন, ওটা ওয়ার্ডের কাউন্সিলরের অফিস।
অপরদিকে এই প্রসঙ্গে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ কটাক্ষ করে বলেন, বর্তমানে তৃণমূল দল এবং তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের মধ্যে কোনো ফারাক নেই, দুটোর ই ল্যাজে গোবরে অবস্থা।