নকশাল বনধে আগে সারা মিললেও বর্তমানে নকশালদের ডাকা বনধ সত্ত্বেও রানাঘাটে জনজীবন থাকে স্বাভাবিক।

0
260

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সিপিআইএম এম এল এর ডাকে প্রতিবছরই নদীয়ায় ২৮ শে জুলাই বনধ পালিত হয়। নকশাল নেতা চারু মজুমদারের মৃত্যুদিন উপলক্ষে নকশালরা এই বনধ পালন করে থাকে। নকশাল বনধে আগে সারা মিললেও বর্তমানে নকশালদের ডাকা বনধ সত্ত্বেও রানাঘাটে জনজীবন থাকে স্বাভাবিক। নকশাল বনধের সমর্থনে রানাঘাটে পড়েছে পোস্টার।কিন্তু রানাঘাটে সকাল থেকেই জনজীবন স্বাভাবিক।খুলেছে দোকানপাট বসেছে বাজার।খুলছে অফিস কাছারী স্কুলও।