নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগ ও নদিয়া জেলা প্রাণী পালক দপ্তরের সহযোগিতায় হরিণঘাটা ব্লকের বৈইকারা গ্রামের প্রাণী পালকদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি অডিও কনফারেন্স এই কনফারেন্সে উপস্থিত ছিলেন নদিয়া জেলা প্রাণী পালক দপ্তরের ডক্টর গুরুপদ মান্ডি মহাশয় ডক্টর বাবু গরু ,ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি প্রাণীদের বর্ষাকালীন বিভিন্ন রকম রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন এবং তার জন্য কি ধরনের ঔষধ ব্যবহার করা উচিত ও তার প্রতিকার সম্বন্ধেও বলেন। এই কনফারেন্স এর মাধ্যমে প্রাণী পালকরা খুবই উপকৃত হন এবং বলেন আগামীতে এই ধরনের প্রোগ্রাম গ্রামের অনুষ্ঠিত করলে উনাদের অনেক রকম সুবিধা হয় প্রাণীদের।
রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় এই গ্রামে প্রাণী পালক ও চাষীদের নিয়ে আগামীতে গ্রামে গ্রামে কি ধরনের প্রোগ্রাম করানো হবে।